Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

মাইন্ড ইন্সপ্যায়ার টু ন্যাশনাল অ্যাচিভমেন্টঃ

মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উৎসাহী মহিলাদের উঠান বৈঠক ও সেল্ফ হেল্প গ্রুপের (এসএইচজি) মাধ্যমে সংগঠিত করা হয়েছে এবং এরাই মাইন্ড ইন্সপ্যায়ার টু ন্যাশনাল অ্যাচিভমেন্ট দলের সদস্য। “জাতীয় কৃতিত্ব অর্জনে প্রতিশ্রুতিমনা” এ সদস্যগণ  আইটিইএস (ITES- Information Technology Enable Services), ই-লার্নিং, মার্চেন্ডাইজিং এবং অন্যান্য কারিগরি কাজে মহিলাদের প্রতীকী জাগরণ হিসেবে কাজ করছে। প্রকল্প সমাপ্ত হলেও তাদের ইন্টারনেটভিত্তিক জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় মহিলারা তথ্যপ্রযুক্তি বিষয়ে উৎসাহ দিবে হবে।

-লার্নিংঃ
মাইন্ড ইন্সপ্যায়ার টু ন্যাশনাল অ্যাচিভমেন্ট এবং সেল্ফ হেল্প গ্রুপের সদস্যদেরকে টেক্সচুয়াল, অডিও, ভিডিও কনটেন্টের মাধ্যমে ই-লার্নিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যার ফলে তাদের ITES-এ দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। ই-লার্নিং সিস্টেমে লাইভ ক্লাস, লাইভ ব্রডকাস্ট বক্তৃতা, পূর্ব নির্ধারিত অনলাইন শ্রেণীকক্ষ, ২৪ ঘন্টা ই-লার্নিং চ্যানেল, ভিডিও গ্যালারী, মোবাইল টিভি, লাইভ স্ট্রিমিং ইত্যাদি বৈশিষ্ট্য অন্তর্ভূক্ত রয়েছে।

অনলাইন মার্কেটপ্লেসঃ

গ্রমীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পন্য বিক্রয়ের জন্য www.laalsobuj.com নামে  মার্কেটপ্লেস তৈরী কারা হয়েছে। এই মার্কেটপ্লেসের মাধ্যমে গ্রামীণ নারীদের ব্যাবসায় সুযোগ সৃষ্টি হয়েছে।