প্রকল্প মেয়াদ শেষে প্রকল্পের আউটপুট জাতীয় মহিলা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হবে। তথ্যআপা প্রকল্পের প্রধান কার্যালয়ের অনলাইন কার্যক্রমসমূহ (ওয়েব পোর্টাল, তথ্য ভাণ্ডার, তথ্যআপা আইপি টিভি, এমআইএস সফটওয়্যার এবং এ সংক্রান্ত ইকুইপমেন্ট/যন্ত্রাংশ) এবং কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি জাতীয় মহিলা সংস্থার হেফাজতে রক্ষণাবেক্ষণ করা হবে। উক্ত অনলাইন কার্যক্রমসমূহ বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হবে। এক্ষেত্রে প্রয়োজনে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে পদ সৃষ্টি করা হবে। উল্লেখ্য, প্রকল্প মেয়াদ শেষে তথ্যআপা প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম জাতীয় মহিলা সংস্থার জেলা ও উপজেলা অফিসের মাধ্যমে অব্যাহত রাখা হবে। বর্তমানে ৬৪টি জেলা এবং ৫০টি উপজেলায় জাতীয় মহিলা সংস্থার অফিস রয়েছে। অবশিষ্ট উপজেলায় জাতীয় মহিলা সংস্থার অফিস প্রতিষ্ঠার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS